গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় ২০, সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024,সরকারি চাকরি বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় বর অঞ্চল -২০ , ঢাকা অস্থায়ী কার্যালয় ২৮১২ তলা সরকারী অফিস ভবন ( ৩ য় তলা ) সেগুনবাগিচা , ঢাকা -১০০০


এই পোস্টটির নিচে আপনারা মূল ফাইল পাবেন দয়া করে পুরো পোস্টটি দেখুন এবং নিচের দিকে যান সেখানে পিডিএফ ফাইল বা ফটো পাবেন

 www.taxeszone20dhaka.gov.bd/  নথি নম্বর- জনবল নিয়োগ কম- ২০ / ২০২৩-2028 / 125 " নিয়োগ বিজ্ঞপ্তি " তারিখঃ- ১২ বৈশাখ ১৪৩১ 25 এপ্রিল 2014 অর্থ মন্ত্রণালয় , অভ্যন্তরীণ সম্পদ বিভাগ , কর -১ শাখা এর স্মারক নম্বরঃ ০৮.0000000011001,১৯,১৫৭ , তারিখঃ 08/04/2024 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার , কর অঞ্চল -১০ , ঢাকা এর অধীনে গ্রেড -১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে  ( http://tax20.teletalk.com.bd )  ওয়েব সাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

 ক্রমিক পদের নাম ও বেতন স্কেল

 ( জাতীয় বেতন স্কেল -২০১৫ অনুযায়ী ) ০১ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা

 ( ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক গ্রেড -১৩ ( ১১,০০০-২৬,৫৯০ / - ) ( এক ) টি ( সম্মান ) বা সমমানের ডিগ্রি ; এবং ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন 

( খ ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ( প্রতি মিনিটে ) বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রধান সহকারী ১৭ 1G | Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে । ( ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২ য় গ্রেড ১৩ ( ১১,০০০-২৬,৫৯০ / - ) ( সতের ) শ্রেণি / সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ; ( খ ) কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ ; এবং ( গ ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই - মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।

 উচ্চমান সহকারী ( ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের গ্রেড -১৪ ( ১০,২০০-২৪,৬৮০ / - ) ( বিশ ) টি ডিগ্রি ; 

০৪ সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর গ্রেড -১৪ ( ১০,২০০-২৪,৬৮০ / - )

 ০৫ অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড -১৬ ( ৯,৩০০-২২,৪৯০ / - ) ( খ ) কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ ; এবং ( গ ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই - মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।

 ( ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা ঢাকা বিভাগের সকল জেলা ( বিশ ) টি সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ; ( খ ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ( গ ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং , ই মেইল , ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ; এবং ( ঘ ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ( প্রতি মিনিটে ) ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ( প্রতি মিনিটে ) ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ ।

 ( ক ) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা ( একুশ ) সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ : টি ( খ ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ; ( গ ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং , ই - মেইল , ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ( ঘ ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ( প্রতি মিনিটে ) ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।০৬ অফিস সহায়ক 20 গ্রেড -২০ ( ৮,২৫০-২০,০১০ / - ) ( তেইশ )

 ( ক ) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ঢাকার বিভাগের নরসিং म , গাজীপুর , শরীয়তপুর , নারায়ণগঞ্জ , টাঙ্গাইল , কিশোরগঞ্জ , মানিকগঞ্জ , ঢাকা , মুন্সিগঞ্জ , মাদারীপুর , গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ।

 নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে : 31 10 প্রার্থীর বয়সঃ ক ) ১ এপ্রিল ২০১৪ খ্রিঃ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বৎসর এবং বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র - কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর ( এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে ) ।

 খ  সাট - মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য । সরকারী / আধা সরকারী ও স্বায়তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন । এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না । প্রার্থী মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র - কন্যা বা পুত্র - কন্যার পুত্র - কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে । 81 সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে । 21 প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ( ক্রমিক- ক হতে জ পর্যন্ত ) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে ।

 ( ক ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ( প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ) । 23233 33 ( ঘ ) ( 6 ) ( জ ) প্রার্থী যে ইউনিয়ন / পৌরসভা / ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ । প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ । মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ / প্রমাণক । জাতীয় পরিচয়পত্র । Online- এ পূরণকৃত আবেদনপত্রের কপি ( Applicant's Copy ) ও ( Admit Card ) আবেদনকারী ধর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র - কন্যা কিংবা বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র - কন্যার পুত্র - কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং আবেদনকারীর সাথে ধারাবাহিকতার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র । শারীরিক প্রতিবন্ধী , এতিম , ক্ষুদ্র নৃ - গোষ্ঠি এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ । লিখিত , ব্যবহারিক ( প্রযোজ্য ক্ষেত্রে ) ও নৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল -২০ , ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের  www.laxeszone2dhaka.gov.bd  মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে । লিখিত ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না । অসম্পূর্ণ , ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে । নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি - বিধান প্রযোজ্য হবে । -নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি হতে পারে । এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে । অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় : ( ক ) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রবীগণকে www.tax20.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে হবে ।

 আবেদনের সময়সীমা নিম্নরূপ : ( i ) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল -১০ : ০০ ঘটিকা । ( ii ) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪ মে ২০১৪ খ্রিস্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা । উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online- এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ ( বাহাত্তর ) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন । ( খ ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি । দৈর্ঘ্য ৩০০x প্রস্থ 300 pixel ) ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ , সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে । ( গ ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । ( ঘ ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । ( 6 ) SMS প্রেরণের নিয়মাবলী ও গ্রীক্ষার ফি প্রদান ; Online- এ আবেদনপত্র ( Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি ( সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা / খোলা ) বা ছবি / স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ( Web - 4 ) আবেদন করতে পারবেন । উল্লেখ্য যে , আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন / পরিমার্জন / পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy- তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি , নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন । Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre - paid mobile নম্বরের মাধ্যমে ০২ ( দুই ) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ / - ( দুইশত ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩ / - টাকাসহ মোট ২২৩ / - ( দুইশত তেইশ ) ঢাকা এবং এবং ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ / - ( একশত ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২ / - টাকাসহ মোট ১১৬ / - ( একশত বারো ) টাকা অনধিক ৭২ ( বাহাত্তর ) ঘন্টার মধ্যে জমা দিবেন । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে , “ Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।

 ” SMS নিয়মাবলী : প্রথম SMS : TAX20 < space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example : TAX20 ABCDEF & send to 16222 Reply : Applicant's Name , TK 223 / 112 will be charged as application fee . Your PIN is 12345678. To pay fee Type TAX20 < Space > Yes < space > PIN and send to 16222 দ্বিতীয় SMS : TAX20 < space > Yes < space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example : TAX20 Yes 12345678 & send to 16222 Reply : Congratulations ! Applicant's Name , Payment completed successfully for TAX20 Application for ( post name ) User ID is ( ABCDEF ) and password ( XXXXXXXX ) . ( চ ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.tax20.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রাহীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা , SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় । ( ছ ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর , পদের নাম , ছবি , পরীক্ষার তারিখ , সময় ও স্থানের / কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন । প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন ।শুধুমাত্র টেলিটক প্রি - পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিমৰণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন । ( i ) User ID জানা থাকলে TAX20 < space > Help < space > User < space > User ID & Send to 16222 . Example : TAX20 Help User ABCDEF & Send to 16222 . ( 11 ) PIN Number জানা থাকলে TAX20 < space > Help < space > PIN < space > PIN Number & Send to 16222 . Example : TAX20 Help PIN 12345678 & Send to 16222 . ( ঝ ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল -১০ , ঢাকার ওয়েবসাইট www.taxeszone20dhaka.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে । অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে । নিয়োগ পরীক্ষার তারিখ , সময় ও অন্যান্য তথ্য www.taxeszone20dhaka.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে । ( ঞ ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা taxeszone 20dhaka@gmail.com ই - মেইল যোগাযোগ করা যাবে । এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে । ( Mail / মেসেজ এর Subject - Organization Name : TAX 20 , Dhaka , Post Name : • • Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে ) । ( ট ) ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে , প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য । প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগাতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে , পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে । 22 Online- এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে । শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে । ( মোঃ আশরাফুল ভালম প্রধান ) উপ কর কমিশনার সদর দপ্তর ( প্রশাসন ) , কর অঞ্চল -২০ , ঢাকা । ও সদস্য সচিব  বিভাগীয় নির্বাচন কমিটি , কর অঞ্চল -২ , ঢাকা । 4






Next Post Previous Post